প্রিয় পাঠক আপনি কি ভালো টি শার্ট চিনতে না পারার সমস্যায় আছেন ? তাহলে আর চিন্তা নেই কেননা এই আর্টিকেলটির মাধ্যমে আমি আপনাকে ভালো টি শার্ট চেনার উপায় এবং টি শার্ট সম্পর্কে যাবতীয় সঠিক ধারনা দেয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সুতরাং ভালো মানের টি-শার্ট চিনতে হলে আর্টিকেলটি পর্যায়ক্রমে পড়তে থাকুন।

বর্তমানে আমরা অনেকেই টি শার্ট ব্যাবহার করে থাকি কিন্তু আমরা টি শার্ট কোন গুলা তাই-ই ভালো ভাবে জানিনা ।আবার টি শার্ট সম্পর্কে সঠিক ধারনা না থাকার কারনে কেনার সময় থকে যাই। সুতরাং ভাল টি শার্ট চিনতে হলে আর্টিকেলটি পড়তে থাকুন -

সুচিপত্রঃ ভালো টি শার্ট চেনার উপায়

টি শার্ট কী

টি শার্ট কী! এই কথাটি শুনলে হয়তোবা অনেকেই চিন্তাই পরে যাবে বা নিজেই নিজের কাছে জিজ্ঞাসা করতে থাকবে টি শার্ট কী? অথচ সে নিজেই টি শার্ট ব্যাবহার করে থাকে । এর পরেও নিজের কাছে এমনটা হওয়ার কারন হলো আমাদের অজানা। তাই আমাদের সকলের উচিত দৈনন্দিন যে সকল জিনিস আমাদের সামনে বা সাথে থাকে তা সম্পর্কে জ্ঞান রাখা। টি শার্ট এটা এমন কোন কঠিন জিনিস নয়।টি শার্ট এটা মূলত একপ্রকার শার্ট যা ইংরেজি "T" অক্ষর এর মত হয়। এটা মূলত "T" আকৃতির জন্যই টি-শার্ট বলা হয়ে থাকে।

এটা গোলাকৃতির গলা এবং শর্ট বা ছোট হাতাযুক্ত হয়ে থাকে। সাধারণত এটা বোতাম যুক্ত থাকে না। টি শার্ট এটা এমন একটা পোশাক যা  ছোট বড় সব ধরনের মানুষ-ই পরিধান করে থাকে। টি শার্টের জনপ্রিয়তা ব্যাপক আর এই জনপ্রিয়তার কারণ হলো এটি পরিধানে আরামদায়ক। পরিশেষে টি শার্ট কি এটা যদি আমি আরো সহজ ভাবে বলি তাহলে টি-শার্ট হলো হাফ হাতা ও গোল গলাকৃতির একটি শার্ট যা আমরা সহজে অনেকেই গোল গলাকৃতির হাফহাতা গেঞ্জি বলে থাকি।

টি শার্ট কত প্রকার

টি শার্ট একটি আরামদায়ক পোশাক তবে এটি শুধু আরামদায়ক এর জন্যই এত জনপ্রিয় নয়। টি-শার্টের বিভিন্ন স্টাইল মানুষকে আকর্ষিত করে মূলত টি শার্ট এর জনপ্রিয়তার এটি একটি বড় কারণ। যে কোন বয়সের মানুষকে স্টাইল ভেদে টি শার্ট পরিধানের মাধ্যমে ব্যক্তিকে আকর্ষণীয় করে তুলে। বয়সের পার্থক্য অনুযায়ী বিভিন্ন স্টাইলের টি-শার্ট রয়েছে। কম বয়সী মানুষদের জন্য তার থেকে একটু বেশি বয়স্ক মানুষদের জন্য এবং তুলনামূলক বেশি বয়স্ক মানুষের জন্য অর্থাৎ সকল বয়সী মানুষদের কথা

চিন্তা করেই টি-শার্টের ডিজাইন তৈরি হয়ে থাকে। সুতরাং টি শার্ট কেনার আগে টি শার্ট সম্পর্কে জানা খুব জরুরী। আপনি বাজারে গেলেন না বুঝেই কোন একটি টি-শার্ট নিয়ে চলে আসলেন এমনটা হলে কখনোই মনের মত টিশার্ট পরিধান করা সম্ভব নয়। তো চলুন মূল আলোচনায় ফিরে যাই। টি শার্ট বেশ কয়েক ধরনের হয়ে থাকে। নিম্নে টি-শার্টের সকল প্রকার উল্লেখ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

টি শার্টের যে সকল প্রকার গুলো রয়েছে তা হলোঃ

  • Basic half sleeve T-shirt (বেসিক হাফ স্লিপ টি শার্ট)
  • Polo collar T-Shirt (পোলো কলার টি শার্ট)
  • V-neck T-Shirt ( ভি-নেক টি শার্ট)
  • Henley collar T-Shirt ( হেনলি কলার টি শার্ট)
  • Baseball T-Shirt ( বেসবল টি শার্ট)
  • Ringer T-shirt ( রিঙ্গার টি শার্ট)
  • Turtle neck T-Shirt 
  • Raglan sleeve T-shirt (রেগলেন টি শার্ট) 
  • Cap sleeve T-Shirt ( ক্যাপ স্লিপ টি শার্ট)
  • Longline T-Shirt (লংলাইন টি শার্ট)
  • Muscle T-Shirt ( মাসেল টি শার্ট)
  • Pocket T-Shirt ( পকেট টি শার্ট)

টি শার্ট এর বিভিন্ন অংশের নাম

বর্তমানে আমরা প্রায় প্রত্যেকেই টি শার্ট পড়ে থাকি। বর্তমানে কম বয়স্ক মানুষ থেকে শুরু করে বৃদ্ধ মানুষও টি শার্ট ব্যবহার করে থাকে। কিন্তু আমরা হয়তোবা অনেকেই অর্থাৎ বেশিরভাগ মানুষই জানিনা একটি টি-শার্টের অনেকগুলো অংশ রয়েছে এবং প্রত্যেকটি অংশের আলাদা আলাদা নাম ও রয়েছে। কিন্তু আমরা এই বিষয়ে সম্পর্কে কিছুই জানিনা অথচ দৈনন্দিন জীবন যাপনে এগুলো সম্পর্কে আমাদের মোটামুটি একটি জ্ঞান রাখা আবশ্যক। কেননা বর্তমানে আমরা টি শার্ট ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ বোধ করি। তো যেহেতু আমরা জানিনা তাই আমাদের জেনে নিতে হবে। তো চলুন টি-শার্টের বিভিন্ন অংশের নাম গুলো জেনে নিই

একটি টি শার্টের বিভিন্ন অংশের নাম -

  • কলার (Collar )
  • ইয়োক ( Yoke )
  • আর্মহোল ( Armhole )
  • স্লিভ ( Sleeve  )
  • পকেট ( Pocket )
  • আপার ফ্রন্ট ( Upper Front )
  • টপ সেন্টার ( Top Center )
  • লোয়ার ফ্রন্ট ( Lower Front )
  • পকেট ফ্ল্যাপ ( Pocket Flap )
  • কাফ (Cuff )
  • প্লাকেট ( Placket )
  • আপার ফ্রন্ট ফেসিং ( Upper Front Facing )
  • লোয়ার ফ্রন্ট ফেসিং (Lower Front Facing )
  • বডি ব্যাক ( Body Back )
  • বটম  ( Bottom )

টি শার্ট সাইজ চার্ট

টি শার্ট আমাদের প্রত্যেকের কাছেই একটি জনপ্রিয় পোশাক। ছোট - বড় এবং সব বয়সের মানুষই টি-শার্ট পরিধান করে থাকেন। সুতরাং এই টি-শার্টের সাইজ ও বিভিন্ন আকারের হয়ে থাকে। হয়তোবা আমরা অনেকেই এই সাইজ সম্পর্কে ধারণা রাখি না বা সঠিক ভাবে জানিনা । যার জন্য আমাদের শরীরের সাথে আমাদের কেনা পোশাক ঠিকভাবে ম্যাচিং করে না। ফলে সেসব পোশাকগুলো আমরা পরিধানের সময় একটু অসন্তুষ্টই হয়ে থাকি। ভবিষ্যতে এমন সমস্যার হাত থেকে যেন রক্ষা পান তাই আমি আপনার সাথে টি-শার্টের বিভিন্ন সাইজের চার্ট উপস্থাপন করতে চাচ্ছি। তো চলুন টি-শার্টের সাইজ চার্ট দেখে নেই

T-Shirt size

                                                                            T- shirt Size chart

                                                                            Adult T-Shirt Size

Size

            S

           M

           L

          XL

       XXL

Length

           26

           27

        28.5

         29.2

        30

Width

           36

           38

          40

          42

       44.2

Shoulder

          16.5

           17

        17.5

          18

       19


                                                           
                                                                        Kids T-Shirt Size

Size

        2

          4

         6

         8

      10

      12

      14

Length

     15.5

      16.5

       18

       19.5

      21

      23

      24

Width

     23.6

        25

     26.5

       27.5

     30.5

      33

     34.5

Shoulder

      11

        11

       12

        13

      14

      15

     15.5